Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিফরেন্ট স্ট্রোকস-টানা ২৬ ওভার মেডেন!

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শেষ দিন এসে যখন একের পর এক উইকেট হারানো শুরু করে অস্ট্রেলিয়া, তখন হঠাৎ করে পিটার নেভিল এবং স্টিভেন ও’কাফি মিলে শুরু করে লংকান বোলারদের প্রতিরোধ। রান তুলে নয়, উইকেট আঁকড়ে থেকে। একের পর এক ওভার যায়, রান ওঠে না। জয় তো আর আসবে না নিশ্চিত, কিন্তু উইকেট কামড়ে থেকে যদি ম্যাচটাও বাঁচানো যায়, তাতে খারাপ কী! নেভিল আর ও’কাফি যখন ক্রিজে আসেন ১৫৭ রানে ৮ উইকেট নেই অস্ট্রেলিয়ার (৫৬.১ ওভার)। ইনিংসের সঙ্গে মাত্র ৪ রান যোগ করতে ওভার কাটিয়ে দেন ৩১টি। ইনিংসের ৬৩তম ওভারে ও’কাফি একটি বাউন্ডারি না মারলে এই ৩১ ওভারই থেকে যেতো মেডেন। এর পর দুই ব্যাটসম্যানের ঠোকাঠুকিতে গ্যালারিতে থাকা দর্শকদের ঘুমই চলে আসার দশা। টানা ২৫টি ওভার কোন রান নেই তাদের ব্যাটে! একের পর এক ওভার করে যাচ্ছেন ল²ণ সান্ধাকান, রঙ্গনা হেরাথ, ধনঞ্জয়না ডি সিলভা, নুয়ান প্রদীপ, দিলরুয়ান পেরেরারা। উইকেট পড়ার নামও নেই, রান তোলারও যেন ইচ্ছা নেই ব্যাটসম্যানদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিফরেন্ট স্ট্রোকস-টানা ২৬ ওভার মেডেন!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ