Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭, ২০ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

সাপাহার সীমান্তে ভারতীয় ফেনসিডিল এবং গাঁজা আটক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১:২০ পিএম

আজ ১০ জুলাই ২০২০ তারিখ আনুমানিক ০৪০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার সাপাহার উপজেলাধীন কাসেমপুর নামক স্থানে করমুডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ০৩ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়। অভিযান পরিচালনার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারী মোঃ বাবুল (৩২), পিতা-মোঃ ইসরাইল,মোঃ তোপকুল (৩৪), পিতা-মৃত সালাম ও মোঃ রাসেল (২৮), পিতা-মোঃ রফিকুল ইসলাম,উভয়ের ডাকঘর-করমুডাংগা, থানা-সাপাহার,জেলা-নওগাঁ কে রাতের অন্ধকারে ফেনসিডিল এবং গাঁজা ফেলে পালিয়ে যেতে দেখা যায় । উক্ত মাদক চোরাকারবারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত ফেনসিডিল ও গাঁজাসহ পলাতক আসামীদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক আটক
আরও পড়ুন