Inqilab Logo

ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭, ২৪ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

সিলেট সদরে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণের উদ্বোধন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ৬:৪৮ পিএম

মুজিব শতবর্ষ উপলক্ষে আজ শুক্রবার সদর উপজেলার সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বৃক্ষ রোপন কর্ম সূচির আয়োজন করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচীর উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি অধ্যক্ষ মো: সুজাত আলী রফিক, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক এডভোকেট মাফুজুরর রহমান মাজফুজ এডিশনাল পিপি, এডভোকেট আজমল আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এডভোকেট নূরে আলম সিরাজী, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা শমসের জামাল, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য মো: শাহনুর, সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: রশিদ আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুস সুকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার ইবনে রহমান, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, সিলেট জেলা স্বেচছাসেবক লীগের সদস্য মোস্তফাা উল্লাহ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল হক, ৮নং কান্দিগাও ইউনিয়ন পরিষদের সদস্য শাহবাজ আহমদ, যুবলীগ নেতা মো: কুতুব উদ্দিন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান, হোলাম হোসেন, ৮নং কান্দিগাও ইউনিয়ন স্বেচছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গোলাম হোসেন, ছাত্রলীগ নেতা দুলাল মিয়া।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন