খুলনায় নিখোঁজের ছয়দিন পর বাথরুম থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

নিখোঁজের ছয়দিন পর ভবনের বাথরুমের ভিতর থেকে ৮ বছরের শিশু কন্যার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে
গতকাল শুক্রবার সকালে ছাগলনাইয়ার ঢাক-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের থানা রাস্তার মাথায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ শামীম (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনারদিন সকাল ১০টায় ছাগলনাইয়া পৌর শহরের জমাদ্দার বাজার থেকে মোটরসাইকেলযোগে মটুয়া যাওয়ার পথে থানা রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয় শামীম। স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও পৌর শহরের দেশ-প্রেমিক মটরসের মালিক আনোয়ার হোসেনের বাগিনা। সে পাইপ-মিটারের কাজ করত। শামীমের মৃত্যুর সংবাদে তার স্বজন ও বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।