বিদেশে জমি কিনে ‘কন্ট্র্যাক্ট ফার্মিং’ করতে চায় বাংলাদেশ, কতটা সম্ভব?
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন বিদেশে কৃষি জমি নেয়া এবং দেশ থেকে সেখানে শ্রমিক নিয়ে চাষাবাদের সুযোগ তৈরির জন্য সরকার চেষ্টা শুরু করেছে। ঢাকায়
২০১৮ সালে ফিলিস্তিনের জন্য অর্থ সাহায্য বন্ধের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভের একটি সাবকমিটি পুনরায় এই অর্থ সাহায্য চালু করার জন্য সুপারিশ করেছে। এই অর্থ পশ্চিমতীর ও গাজাতে ফিলিস্তিনি এনজিওগুলোকে দেয়া হবে। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, নতুন এ সুপারিশের ফলে প্রতি বছর ফিলিস্তিনিদের উন্নয়নে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষকে প্রায় ২৫৫ মিলিয়ন ডলারের বড় সাহায্য করবে। এ সাহায্য এ বছরের ১লা অক্টোবর থেকেই প্রদান শুরু হবে। এর আগে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় সম্মত না হওয়ার কারণে ২০১৮ সালে ওই সাহায্য বাতিল করেছিল ট্রাম্প প্রশাসন। কমিটির সদস্যরা জানান, তারা মনে করেন এই বিল পাশের ফলে ফিলিস্তিনি জনগণ এনজিওগুলোর মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পেতে চলেছে। এটি ফিলিস্তিনি জনগণের কাছে বিশ্বাসযোগ্য এমন এনজিওর মাধ্যমেই করা হবে বলে জানানো হয়েছে। কমিটি মনে করে এটি ফিলিস্তিনিদের জন্য জীবন রক্ষাকারী ও অত্যন্ত গুরুত্বপূর্ন বিল। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।