Inqilab Logo

ঢাকা, সোমবার, ০৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৭, ১২ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

রিয়ালেও ভুল পরীক্ষা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস পজিটিভ হওয়ায় ‘দলছুট’ করা হয়েছিল ভিনিসিউস জুনিয়রকে। তবে একদিন বাদেই জানানো হলো, ত্রু টিপূর্ণ পরীক্ষার কারণেই রিয়াল মাদ্রিদেদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ‘পজিটিভ’ হয়েছিলেন। এমনকি গতপরশু রাতে আলাভেসের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও রেখেছিলেন কোচ জিনেদিন জিদান।
ম্যাচের আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরীক্ষার এই ত্রু টির কথা জানান ফরাসি কিংবদন্তি, ‘চিকিৎসকরা আমাকে জানিয়েছে, তার পরীক্ষাটা ঠিকমতো হয়নি এবং আবার পরীক্ষা করাতে হবে। সে পরীক্ষায় পজিটিভ হয়নি। কখনও কখনও ভুল হতে পারে, নেগেটিভ অথবা পজিটিভ ফল পাওয়া যায় না। এমনটা হতেই পারে।’
সতর্কতার অংশ হিসেবে বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করতে দেওয়া হয়নি ভিনিসিউসকে। সেদিন বিকেলেই আরেক দফা কোভিড-১৯ পরীক্ষা করা হয় ভিনিসিউসের। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল


আরও
আরও পড়ুন