Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তর কোরিয়ার বিরুদ্ধে এবার ব্রিটিশ নিষেধাজ্ঞা: নিন্দায় পিয়ংইয়ং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ১১:০১ এএম

উত্তর কোরিয়ার দু’টি নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর নয়া ব্রিটিশ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।

সম্প্রতি লন্ডন উত্তর কোরিয়ার দুই নিরাপত্তা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, ওই দুই সংস্থা বন্দিদের ওপর হত্যা, নির্যাতন ও বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করার মতো অপরাধে অভিযুক্ত।

ব্রিটেনের ওই অভিযোগের জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে লন্ডন এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকার পিয়ংইয়ং-বিরোধী নিষেধাজ্ঞাকে সঙ্গ দেয়ার লক্ষ্যেই লন্ডন এ পদক্ষেপ নিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে উত্তর কোরিয়া নিজের নিরাপত্তা সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের 'ব্রিটিশ ধৃষ্টতা'কে সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেও মন্তব্য করা হয়েছে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ