Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যালিফোর্নিয়ায় ২৫০ বছরের গীর্জা পুড়ে ছাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ১:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ক্যাথলিক খ্রিস্টানদের ঐতিহ্যবাহী একটি চার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলসে অবস্থিত চার্চটিতে ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সংস্কার কাজ চলছিল।
ডয়েচেভেলের খবরে বলা হয়েছে, শনিবার (১২ জুলাই) ভোরের দিকে চার্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিনির্বাপক কর্মীরা অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিনির্বাপকবাহিনীর ক্যাপ্টেন পল নেগ্রেতে বলেন, চার্চের ছাদ একেবারে পুরে গেছে, কাঠের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভেতরেও অনেক ক্ষতি হয়েছে।
আগুন লাগার কারণে এখনো জানা যায়নি। চার্চটিতে ২০০ বছরের আগের অনেক পুরাকীর্তি ছিল। এর মধ্যে রয়েছে স্পেন থেকে আনা হাতে বানানো বেশ কিছু মূর্তি। ১৭৯০ দশকে মেক্সিকো থেকে আনা কিছু পুরাকীর্তিও ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যালিফোর্নিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ