Inqilab Logo

ঢাকা, রবিবার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭, ১৮ যিলহজ ১৪৪১ হিজরী

মন্দিরের লঙ্গরখানায় ৩৩ টন গম দান মুসলিমদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ১২:৩১ এএম


ভারতের পাঞ্জাবের সঙ্গরুর জেলায় মালেরকোটলার মুসলিমরা অমৃতসরের স্বর্ণ মন্দিরে ৩৩ টন গম দান করেছেন। লঙ্গরখানায় মানুষের খাবার জন্য এই গম তুলে দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের কাছে। আনুষ্ঠানিক ভাবে এই গম তুলে দেন ‘শিখ-মুসলিম সাঁঝা মঞ্জ’-এর সভাপতি নাসির আখতার। অশোক সিংহ গারচা নামে এক ব্যক্তি শুক্রবার এনিয়ে এক টুইট করেছেন। গম নিয়ে আসার প্রতিনিধিদের স্বর্ণ মন্দিরে অভ্যর্থনা জানান সেখানকার চিফ ম্যানেজার মুখতিয়ার সিংহ। প্রতিনিধিদের সিরোপা এবং সাম্মানিক পোশাক তুলে দেওয়া হয়। ছবির সঙ্গে পোস্টে অশোক লিখেছেন গম দান করার কথা। ছবিতে আরও দেখা যায়, এক দল মুসলিম স¤প্রদায়ের মানুষ লঙ্গরখানায় বসে খাচ্ছেন। অশোক জানান, গম দান করতে আসা মুসলিম ভাইরা লঙ্গরখানায় অংশ নিয়েছেন। আর তাদের খাবার পরিবেশন করছেন শিখ সেবাদাররা। আনন্দবাজার।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিন্দু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ