Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ধনকুবের বাফেটকে টপকালেন ইলন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ১২:৩২ এএম

বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও ধনকুবের ওয়ারেন বাফেটকে টপকে গেছেন মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বøুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স তালিকায় টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বিশ্বের সপ্তম সেরা ধনীর স্থান দখল করেছেন। ওয়ারেন বাফেট চলতি সপ্তাহে তার পরিচালিত বিনিয়োগ সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের তিন শ’ কোটি ডলার সমম‚ল্যের শেয়ার জনকল্যাণে দান করেন। এদিকে, মার্কিন পুঁজিবাজারে শুক্রবার নাগাদ আরও ৬শ’ কোটি ডলার বেড়েছে মাস্কের সম্পম‚ল্যে। এদিন টেসলার শেয়ারের দর বাড়ে ১০ দশমিক ৮ শতাংশের উচ্চগতিতে। ফলে দিন শেষে শেয়ার প্রতি ম‚ল্য বেড়ে এক হাজার ৫৪৪ ডলারে উন্নীত হয়। কোম্পানিটির সামগ্রিক বাজার ম‚ল্য এখন ২৮ হাজার ৬৫০ কোটি ডলারে পৌঁছেছে। সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ