Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ময়মনসিংহে জেএমবির পাঁচ সদস্য আটক

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ১২:৩১ এএম

ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- আসাদ আলী (৪৫), মিস্টার (৪৮), রাশেদ (৩২), বাছেদ আলী (২৬) ও মোখলেছুর রহমান মুক্তার (২৮)। তাদের সবার বাড়ি মুক্তাগাছা উপজেলায়।
গতকাল রোববার দুপুর ২টার দিকে উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জানায়, গোপন বৈঠক করার চলাকালে র‌্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে মুক্তাগাছার কুড়িপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি-সদস্য-আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ