Inqilab Logo

ঢাকা, রবিবার, ০৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭, ১৮ যিলহজ ১৪৪১ হিজরী

লেজিসলেটিভ সচিব সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ১:০৪ এএম

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় গত ৫ জুলাই রাতে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। ৭ জুলাই সেখানে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে বলে গতকাল আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসা নিচ্ছেন। দ্রæত আরোগ্য লাভের জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
জানা গেছে, ২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের (ড্রাফটিং) দায়িত্বে ছিলেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ