Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোলাইমানির মতো জেনারেলকে হত্যায় পশ্চিমারা যুদ্ধ ঘোষণা করতো : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ৩:৩১ পিএম

জাতিসংঘের বিচারবহির্ভূত ও স্বেচ্ছাচারী হত্যা বিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, ইরানের কুদস বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মতো পশ্চিমা দেশগুলোর এমন কোনো জেনারেলকে হত্যা করা হলে, তারা যুদ্ধ ঘোষণা করতো। -পার্স টুডে

আন্তর্জাতিক আইন লংঘন করে ইরানি জেনারেলকে হত্যা করার জন্য ক্যালামার্ড আবারো যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়ে বলেন, প্রতিটি নিয়ম ভঙ্গের মাধ্যমে প্রকৃতপক্ষের সাথে শুধুমাত্র আন্তর্জাতিক আইন লংঘন করা হয় না বরং আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করা হয়।

গত বৃহস্পতিবার জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ড সম্পর্কে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন ক্যালামার্ড। এতে তিনি বলেন , জেনারেল সোলাইমানিকে বর্বর ও বেআইনিভাবে হত্যা করা হয়েছে। হত্যার ব্যাপারে আমেরিকা সুস্পষ্ট প্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে বলেও তিনি তার রিপোর্টে উল্লেখ করেছেন ।

গত ৩ জানুয়ারি জেনারেল সোলাইমানিকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে হত্যা করে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভভরে সোলাইমানি হত্যার দায় স্বীকার করেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ