Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারায়ণগঞ্জে করোনায় আরো ৪২ আক্রান্ত মৃত্যু ১২১ জন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ৪:১৬ পিএম

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬৬০ জনে। জেলায় নতুন করে করোনায় মৃত্যু নেই, মোট মৃত্যু ১২১ জনের। বুধবার (১৫ জুলাই) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।
১৪ জুলাই (মঙ্গলবার) সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫,৬১৮ জন। মোট সুস্থ ৪,৯৬৯ জন। মোট মৃত্যু ১২১ জন।
১৫ জুলাই (বুধবার) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (১৪ জুলাই সকাল ৮টা হতে ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত) জেলায় ১৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ২৯,০৫২ জনের। নতুন আক্রান্ত হয়েছেন ৪২ জন, মোট আক্রান্ত ৫,৬৬০ জন। নতুন করে সুস্থ ৭৮ জন, মোট সুস্থ ৫০৪৭ জন। নতুন করে কোন মৃত্যু নেই, মোট মৃত্যু ১২১ জন।
নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৫৪০, বন্দর উপজেলায় ২২১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৯৬৮, রূপগঞ্জ উপজেলায় ১১২১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৩২০ ও সোনারগাঁও উপজেলায় ৪৯০জন। পুরো জেলায় ৫,৬৬০ জন।
এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৪৬৯, বন্দর উপজেলায় ১৭৮, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৭৬১, রূপগঞ্জ উপজেলায় ১০০৬, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৮৬ ও সোনারগাঁও উপজেলায় ৪৩৭ জন। পুরো জেলায় ৫০৪৭ জন।
এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে, আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৬, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২, সোনারগাঁও উপজেলায় ১৬ জন। পুরো জেলায় ১২১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ