Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

উয়েফাকে ক্ষমা চাইতে বললেন গার্দিওলা!

ম্যানসিটির দায়মুক্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ১২:০১ এএম

উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙায় ম্যানচেস্টার সিটিকে গত ফেব্রুয়ারিতে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা। তবে, কোর্ট অব আর্বিট্রেশন অব স্পোর্টস (সিএএস) দু’দিন আগেই এক বিবৃতিতে জানায়, এমন কোনো নিয়ম ভাঙেনি প্রিমিয়ার লিগের গত দুইবারের চ্যাম্পিয়নরা। উয়েফার তদন্তে ঠিকমতো সাহায্য না করায় ক্লাবটিকে একই সঙ্গে তিন কোটি ইউরো জরিমানাও করেছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। তাদের এই অভিযোগ অবশ্য টিকে গেছে, তবে জরিমানার অঙ্ক তিন কোটি থেকে কমিয়ে এক কোটি ইউরো করেছে সিএএস। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের মতে, ‘ফুটবলের জন্য ভালো উদাহরণ হলো না’ আর টটেনহ্যাম হটস্পার কোচ হোসে মরিনহো বললেন, ব্যাপারটি ‘লজ্জাজনক।’
এতদিন মুখ না খুললেও দায়মুক্তির পরই এ নিয়ে সরব হয়েছেন সিটির কোচ পেপ গার্দিওলা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর উয়েফাকে ক্ষমা চাইতে বলেছেন এই স্প্যানিশ। একই সঙ্গে ক্লপ ও মরিনিয়োর মন্তব্যের জবাবও দিয়েছেন সাবেক বার্সা বস। সর্বোচ্চ ক্রীড়া আদালতের রায়ের পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে এ নিয়ে কথা বলেন গার্দিওলা। উয়েফার অভিযোগের কারণে ক্লাবের সম্মানক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তিনি, ‘অর্থ একটা বিষয় হতে পারে হয়তো। তবে জোসে (মরিনিয়ো) ও অন্য কোচদের জানা উচিত আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত (উয়েফার)। কারণ আমি আগেও বলেছি, আমরা দোষ করে থাকলে শাস্তি মেনে নিতাম। যখন আমরা বিশ্বাস করি, আমরা সঠিক কাজ করেছি, তখন নিজেদের জন্য লড়াই করার অধিকার আমাদের আছে। স্বাধীন বিচারক এটাই বলেছেন।’
লিভারপুল কোচ ক্লপ বলেছেন, সিটির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দিনটি ফুটবলের জন্য ভালো কিছু নয়। আর টটেনহ্যাম হটস্পার কোচ মরিনিয়োর মতে, ব্যাপারটি ‘লজ্জাজনক।’ গার্দিওলা তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, ‘গতকাল (সোমবার) ছিল ফুটবলের জন্য ভালো একটি দিন। কারণ ইউরোপের অন্য দলগুলোর মতো আমরাও এফএফপির নিয়মের মধ্যে থেকেই খেলি। যদি আমরা এফএফপির নিয়ম ভাঙি আমরা নিষিদ্ধ হব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গার্দিওলা

৮ ফেব্রুয়ারি, ২০১৯
২৮ অক্টোবর, ২০১৬
২৬ সেপ্টেম্বর, ২০১৬
১৮ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ