রায়গঞ্জে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় নিখোঁজের ৬ দিন পর রাশিদুল ইসলাম (১৪) নামের স্কুল ছাত্রের গাছের সাথে হাত ও গলা বাধা অর্ধগলিত লাশ বাঁশ বাগান
পৃথক ঘটনায় জয়পুরহাট সদর ও কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সদর উপজেলার ঈশ্বরপুরে বাবুল হোসেন নামে এক ব্যক্তি তার নিজ বাড়িতে অটোভ্যানের ব্যাটারিতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে চার্জ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত বাবুল হোসেন জয়পুরহাট সদর উপজেলার ঈশ্বরপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
অপরদিকে এখন সময় কালাই উপজেলার গাড়ইল তাল্লা গ্রামে বাড়ির পাশে বাঁশ কাটছিলেন মোজাফর হোসেন নামে এক ব্যক্তি। এ সময় অসাবধানতাবশত পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই
মারা যান তিনি। মোজাফর হোসেন কালাই উপজেলার নইমুদ্দিনের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।