Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যে কারণে পপির নাম পপিই থেকে যায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১১:১৩ এএম

সাধারণত সিনেমায় এসেই নায়ক-নায়িকাদের নামের পরিবর্তন হয়। নির্মাতারা নায়িকাদের প্রকৃত নামের পরিবর্তে নতুন নাম দিয়ে তাদের হাজির করেন। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি তার প্রকৃত নাম পরিবর্তন করেননি বা তার নাম পরিবর্তন করতে দেননি। এর কারণ চিত্রনায়িাকা ববিতা। ববিতার প্রকৃত নাম ছিল পপি। এ নামটিকে শ্রদ্ধা জানিয়েই পপি তার নাম পরিবর্তন করেননি। পপি বলেন, ‘আমার ভীষণ প্রিয় এবং অনেক শ্রদ্ধার, ভালোবাসার একজন নায়িকা আমাদের ববিতা ম্যাডাম। তারসঙ্গে অনেক সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়েছে। তবে সিনেমাতে আসার আগেই আমি তার অভিনয়ের ভক্ত ছিলাম। যে কারণে আমি সংবাদপত্রে তার সম্পর্কিত সব ধরনের খবর ভীষণ আগ্রহ নিয়ে পড়তাম। আমি জানতাম, ববিতা ম্যাডামের ডাক নাম পপি। সেই কারণেই যখন সিনেমাতে নায়িকা হিসেবে কাজ শুরু করেছি, তখন আমার নাম পরিবর্তনের কথা বলা হলেও ববিতা ম্যাডামের প্রতি শ্রদ্ধা রেখে তার ডাক নাম এবং আমার পারিবারিক নামেই আমি সিনেমাতে কাজ শুরু করি। পরবর্তীতে ববিতা আপার সঙ্গে যখন সিনেমাতে কাজ করি তখন তিনি জানতে পারেন যে পপি’ আমার পারিবারিক নাম। তখন ভীষণ খুশী হন তিনি। সেই থেকে ববিতা ম্যাডাম আমাকে অত্যন্ত ¯েœহ করেন। আমারও ভাবতে ভালোলাগে, আমার ডাক নাম আর ববিতা ম্যাডামের ডাক নাম একই।’ পপি এখন তার গ্রামের বাড়ি খুলনায়ই অবস্থান করছেন। করোনার কারণে সেখানেই আছেন। ঈদ উপলক্ষ্যে দু’তিনটি নাটক ও টেলিফিল্মে কাজ করার কথা থাকলেও তা ফিরিয়ে দিয়েছেন। পপি বলেন, ‘আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ অনেক ভালো ভালো কাজ করা যাবে। আপাতত সচেতনতার সাথে পরিবারের সাথেই থাকাটা নিরাপদ মনে করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ