বিরলে সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক আরোহীসহ ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত
নগরীর টাইগারপাসে বাসের ধাক্কায় মো. আল আমিন (৪০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নিহত আল আমিন চাঁদপুর জেলার কচুয়া থানার দুর্গাপুরের নুরুল ইসলামের ছেলে।
পুলিশজানায়, তিনি রাস্তা পার হওয়ার সময় সিটি সার্ভিসের একটি বাস তাকে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পোশাক কারখানায় যাওয়ার পথে টাইগারপাস মোড়ে বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।