Inqilab Logo

মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ০১ ভাদ্র ১৪২৯, ১৭ মুহাররম ১৪৪৪
শিরোনাম

স্মার্টওয়াচ গিয়ার এস৩

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

এখনই স্মার্টওয়াচ কিনতে চাচ্ছেন? তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে, আর কিছুদিন অপেক্ষা করুন। কারণ আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বাজারে আসছে স্যামসাংয়ের পরবর্তী স্মার্টওয়াচ গিয়ার এস৩। গতবছর স্যামসাং তাদের দুটি স্মার্টওয়াচ গিয়ার এস২ ও গিয়ার এস২ ক্ল্যাসিক বাজারে ছাড়ে। যা বেশ সফলতা পায়। স্যামমোবাইল জানিয়েছে, গিয়ার এস৩ অনেকটা গিয়ার এস২ এর মতোই হবে। এতে গোলাকার ডিসপ্লে ও ঘোরানো বেজেল থাকবে। তবে আগে থেকে আরও স্লিম ও আকর্ষনীয় করা হবে। ম্যাশেবলের চিফ কারেসপনডেন্ট ল্যান্স উলানফ বলেন, গিয়ার এস২ ছিলো বাজারের সবচেয়ে ভালো গোলাকার স্মার্টওয়াচ এবং অ্যাপল ওয়াচ বাদে বাজারে থাকা অন্য স্মার্টওয়াচের মধ্যে এটিই সেরা। আশাকরি এটিও তার ব্যতিক্রম হবে না। আগামী ২ আগস্ট স্যামসাং গ্যালাক্সি নোট ৭ এর মোড়ক উন্মোচন করতে যাচ্ছে। গতবছর নোট ৫ ও এস৬ এজ প্লাসের উন্মোচনের কয়েক সপ্তাহ পরে আইএফএতে গিয়ার এস২ উন্মোচন করে। এবছরও তেমনই ঘটতে পারে। আগামী ২ থেকে ৭ সেপ্টেম্বর আইএফএ চলবে। ফলে এই সময়ের মধ্যেই গিয়ার এস৩ উন্মোচন হবে বলে অনেকটাই নিশ্চিত বাজার বিশ্লেষকরা।
ইমরান খান 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্মার্টওয়াচ গিয়ার এস৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ