বিপুল ভোটে চট্টগ্রামের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী

বিপুল ভোটের ব্যবধানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম
মুন্সীগঞ্জ সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন টেটাবিদ্ধসহ অন্তত ৯ জন আহত হয়েছে। ১৯ জুলাই রবিবার সন্ধ্যায় উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের অস্থায়ী একটি বালু মাঠে এ ঘটনা ঘটে ।
পুলিশ ও স্থানীয়রা জানান,কংশপুরা গ্রামের কিশোররা স্থানীয় বালুর মাঠে ফুটবল খেলতে আসে। খেলা চলাকালিন তাদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে কংশপুরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এসময় ৩ জন টেটাবিদ্ধসহ ৯ জন আহত হয় । আহতরা হলেন, রকিব দেওয়ান(৩৫)সামসুল দেওয়ান(৩০),সোহান দেওয়ান (২৫) নেকবর দেওয়ান(২৩),হোসেন দেওয়ান (৩৫) লালমিয়া দেওয়ান, আরজান মাহমুদ (৫৫) ওলি মাহমুদ,(২৬) সজিব মাহমুদসহ ৯ জন । আহতেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ।
সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন জানান, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এ ব্যপারে এখনও কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।