Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভালো হওয়ার আগে আরও খারাপ হতে পারে : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের মহামারী পরিস্থিতি ‘ভালো হওয়ার আগে আরও খারাপ’ হতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় তিন মাস বন্ধ থাকার পর মঙ্গলবার ফের শুরু হওয়া হোয়াইট হাউস করোনাভাইরাস নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন, জানিয়েছে বিবিসি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের সবাইকে মাস্ক ব্যবহার করার আহবান জানিয়ে তাদের ‘দেশপ্রেম’ দেখাতে বলেছেন। কিন্তু ব্রিফিংয়ের সময় তিনি নিজেই মাস্ক পরেননি আর কিছু দিন আগেও এই বিষয়টিকে ‘অস্বাস্থ্যকর’ অভিহিত করে অবজ্ঞা করেছিলেন। যুক্তরাষ্ট্রজুড়ে ভাইরাস সংক্রমণ দ্রুত বাড়তে থাকার মুখে ট্রাম্পের সহকারীরা ব্রিফিংয়ে তাকে আরও বিবেচনার সঙ্গে কথা বলার জন্য চাপ দিয়েছিল বলে জানা গেছে। ইনজেকশনের মাধ্যমে শরীরে কীটনাশক ঢুকিয়ে করোনাভাইরাসের চিকিৎসা করা যেতে পারে, করোনাভাইরা ব্রিফিংয়ে ট্রাম্প এমন লাগাম ছাড়া মন্তব্য করার পর এপ্রিলে হোয়াইট হাউসের এই দৈনিক সংবাদ সম্মেলন বন্ধ হয়ে গিয়েছিল। এবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প তার মহামারী ট্রাস্ক ফোর্সে থাকা সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা যেসব কথা বলে আসছেন মূলত সেগুলোই বলেছেন। বলেছেন, “এটি (মহামারী পরিস্থিতি) ভালো হওয়ার আগে সম্ভবত দুর্ভাগ্যজনকভাবে আরও খারাপ হবে। এটি এমন কিছু যা আমি বলতে পছন্দ করি না, কিন্তু পরিস্থিতি এমনই।” তিনি বলেন, “আমরা সবাইকে বলছি, যখন আপনি সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবেন না তখন মাস্ক পরুন, সঙ্গে মাস্ক রাখুন। “আপনি মাস্ক পছন্দ করেন আর নাই করেন, এগুলোর ব্যবহারে ফল আছে, এগুলো কাজে দেয় আর যা কিছু পাচ্ছি সবই আমাদের দরকার।” ট্রাম্প করোনাভাইরাসকে বেশ কয়েকবার ‘চীনা ভাইরাস’ বলে অভিহিত করেছিলেন, ব্রিফিং চলাকালে তিনি পকেট থেকে একটি মাস্ক বের করে দেখান কিন্তু তা পরেননি। তিনি আমেরিকানদের মাস্ক পরতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও যখনই সুযোগ হয় হাত ধোয়ার পরামর্শ দেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডোনাল্ড-ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ