বোয়ালমারী পৌর নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী লিপন বিজয়ী

ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংবাদিক সেলিম রেজা
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হয়রানি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিকদের চাকরিচ্যুতির প্রতিবাদে নোয়াখালী সাংবাদিকদের উদ্যোগে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাব সড়কে নোয়াখালীতে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
পরে নোয়াখালী প্রেসক্লাব ভবনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মনিরুজ্জামান চৌধুরী, শাহ এমরান সুজন, নাসির উদ্দিন বাদল, মাহবুবুর রহমান প্রমুখ। সভায় বক্তারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হয়রানির নিন্দা জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের চাকরিচ্যুতি বন্ধের আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।