Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাবনার চাটমোহরে একদিনে সর্বোচ্চ ১১ জনের করোনা পজিটিভ

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ৯:৩৭ এএম

পাবনার চাটমোহরে এবারই প্রথম একদিনে একসাথে ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল কুদ্দুস ডলার ২২ জুলাই রাত সোয়া নয়টায় এ তথ্য নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্য মতে, করোনা পজিটিভ শনাক্ত হওয়া এই ১১ জনের মধ্যে ৬ জন সোনালী ব্যাংকের কর্মকর্তা,কর্মচারী ও বাকি ৫ জন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী।
আক্রান্তদের গত ৭ ও ৮ জুলাই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। ২২ জুলাই তাদের রিপোর্ট পজিটিভ আসলো। নমুনা দেয়ার পর রিপোর্ট আসতে ইতিমধ্যে ১৫ দিন অতিবাহিত হয়েছে। তাদের মধ্যে কারো করোনার মৃদু উপসর্গ ছিল। বর্তমানে তারা অনেকটাই ভাল আছেন।
উল্লেখ্য, এ নিয়ে চাটমোহর উপজেলায় মোট ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো। অপরদিকে, শুরু থেকে এখন পর্যন্ত চাটমোহরে আক্রান্তদের মধ্যে ১৬ জন সুস্থ্য হয়েছেন।
এর আগে মঙ্গলবার চাটমোহর পৌর সদরের নারিকেলপাড়ায় মা মেয়েসহ একই পরিবারের ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর ওই পরিবারের গৃহকর্তা পাবনা পল্লী বিদ্যুত সমিতি-১ এর কর্মচারী করোনা উপসর্গ নিয়ে পাবনায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ