Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলে ২০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ৩:৫৯ পিএম

টাঙ্গাইলে ২০০ বোতল ফেন্সিডিল সহ মো. ময়নুল (৪৫) নামক একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় তার কাছে থাকা পিকআপ ও ১ টি মোবাইলসেট জব্দ করা হয়।
শুক্রবার দিবাগত রাতে সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনি. সহকারি পুলিশ সুপার মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ময়নুল দিনাজপুরের ঘোড়া ঘাট উপজেলার আফসারাবাদ (রানীগঞ্জ বাজার) গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টাঙ্গাইল হাইওয়ের রাবনা এলাকায় পাকা রাস্তায় উপর অভিযান পরিচালনা করে ময়নুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২০০ বোতল ফেন্সিডিল, একটি পিকআপ ও ১ টি মোবাইলসেট জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ