Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রায়হান কবিরকে বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১২:০২ এএম

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দিয়ে গ্রেফতার হওয়া মো. রায়হান কবিরকে বাংলাদেশ ফেরত পাঠাবে মালয়েশিয়া। মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং তার মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে অভিবাসন মহাপরিচালক খায়রুল জাইমি ডাউড জানিয়েছে, শুক্রবার অভিবাসন কর্তৃপক্ষের গোয়েন্দা শাখা ২৫ বছরের রায়হান কবিরকে গ্রেফতার করেছে। এর আগে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।
আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির।
সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে এর সমালোচনা শুরু করে মালয়েশিয়া। দেশটির সরকার ওই প্রতিবেদনে তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
ওই প্রতিবেদন প্রকাশের পর আল জাজিরার বেশ কয়েকজন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যমটি।
আল জাজিরার ওই প্রতিবেদন প্রচারের পর থেকেই সাক্ষাৎকারদাতা বাংলাদেশি রায়হান কবিরের খোঁজে তল্লাশি শুরু করে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। তার বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানিয়ে বিবৃতিও দেওয়া হয়। পরে রায়হানের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) বাতিল করে দেয়া হয়। এতে করে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীতে পরিণত হন তিনি।
শুক্রবার মালয়েশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের টুইট বার্তায় বলা হয়েছে, ‘অভিবাসন কর্তৃপক্ষের কাছে পলাতক হিসেবে পরিচিত বাংলাদেশি রায়হান কবিরকে গ্রেফতার করা হয়েছে।’
গ্রেফতারের আগে বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে হোয়াটসঅ্যাপ বার্তায় রায়হান কবির নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, আমি মিথ্যা বলিনি। আমি শুধু অভিবাসীদের বিরুদ্ধে বৈষম্যের কথা তুলে ধরেছি। আমি অভিবাসী ও আমাদের দেশের সম্মান নিশ্চিত করতে চাই। আমি বিশ্বাস করি, সব অভিবাসী ও বাংলাদেশ আমার পক্ষে থাকবে। সূত্র : এপি।



 

Show all comments
  • Sharif Ahmmed Sandwipi ২৬ জুলাই, ২০২০, ১:১৯ এএম says : 0
    ভাল না লাগলে চলে আসতে পারতো কিন্তু একটা দেশের অভ্যন্তরীণ বিষয় আন্তর্জাতিক মিডিয়ায় বলা ঠিক হয়নি। এতে বহির্বিশ্বে বাংলাদেশীদের ইমেজ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
    Total Reply(0) Reply
  • Saiful Islam ২৬ জুলাই, ২০২০, ১:১৯ এএম says : 0
    এখানে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া দেখানো কোন সুযোগ নেই তারা এগুলো বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে শিখেছে! নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকার চিত্র শিল্পী শহিদুল আলমের কি হাল হয়েছে সবাই জানা !
    Total Reply(0) Reply
  • Saiful Islam ২৬ জুলাই, ২০২০, ১:১৯ এএম says : 0
    এখানে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া দেখানো কোন সুযোগ নেই তারা এগুলো বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে শিখেছে! নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকার চিত্র শিল্পী শহিদুল আলমের কি হাল হয়েছে সবাই জানা !
    Total Reply(0) Reply
  • Al Fahmi ২৬ জুলাই, ২০২০, ১:১৯ এএম says : 0
    ভাইরে মালয়েশিয়া দেখে বাইচ্যা গ্যালা,সৌদি হইলে এতক্ষনে কল্লাটা নাই হইয়া যাইতো
    Total Reply(0) Reply
  • Al Fahmi ২৬ জুলাই, ২০২০, ১:১৯ এএম says : 0
    ভাইরে মালয়েশিয়া দেখে বাইচ্যা গ্যালা,সৌদি হইলে এতক্ষনে কল্লাটা নাই হইয়া যাইতো
    Total Reply(0) Reply
  • Mohammad Abu Talha ২৬ জুলাই, ২০২০, ১:২০ এএম says : 1
    নাঃগঞ্জের সাহসী সন্তান৷ কিন্তু কাপুরুষতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ এমবাসি৷
    Total Reply(0) Reply
  • Mihir Mirja ২৬ জুলাই, ২০২০, ১:২০ এএম says : 0
    এ সিদ্ধান্ত ভাল। আমি মনে করেছি তাকে মালয়শিয়ায় আটক রাখা হবে৷ সে খারাপ কিছু করেনি।
    Total Reply(0) Reply
  • Mihir Mirja ২৬ জুলাই, ২০২০, ১:২০ এএম says : 0
    এ সিদ্ধান্ত ভাল। আমি মনে করেছি তাকে মালয়শিয়ায় আটক রাখা হবে৷ সে খারাপ কিছু করেনি।
    Total Reply(0) Reply
  • Monira Airin ২৬ জুলাই, ২০২০, ১:২০ এএম says : 1
    অন্যায় এর প্রতিবাদ কোনো অন্যায়কারী সহ্য করেনা আল্লাহ ছেলেটার সহায় হউন
    Total Reply(0) Reply
  • Md Mosheul Haque Tuhin ২৬ জুলাই, ২০২০, ১:২০ এএম says : 0
    আলজাজিরা ছেলেটার জীবন শেষ করে দিলো। সাক্ষাতকারে যদি ছেলেটার চেহাড়া ঝাপসা করে দিতো তাহলে ছেলেটার এই অবস্থার সম্মুখিন হতে হতো না।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২৬ জুলাই, ২০২০, ১:৪৩ এএম says : 0
    রায়হান কবিরকে মালয়েশিয়া থেকে ফেরত পাঠাচ্ছে এটাই সঠিক সিদ্ধান্ত হয়েছে। রায়হান সাহেব বাংলাদেশে থেকে হয়ত সরকারের বিরুদ্ধে কথা বলে নেতৃত্ব পেয়েছেন তাই তিনি মালয়েশিয়াতে থেকে সেই সরকারের বিরুদ্ধে কথা বলে সেখানে নেতা হতে চেয়েছিলেন। এটা তিনি কোনভাবেই সঠিক কাজ করেননি। আমি বলতে পারি রায়হান সাহেব তাঁর পরিবারের আর্থিক উন্নতীর জন্যেই মালয়েশিয়াতে গিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছিলেন। এখন তিনি সেই দেশের দয়ার উপর ভিত্তিকরে বসবাস করছেন আর সেইদেশের বিপক্ষে বক্তব্য রেখেছেন এটা কি তিনি উচিৎ করেছেন??? আমার মনে হয় মালয়েশিয়ার বিপক্ষে তাঁর দেয়া মন্তব্য মালয়েশিয়াতে থাকা বাংলাদেশীদের অলিখিত ভাবে বেকায়দায় ফেলেছে। এমনকি নতুন ভাবে যারা মালয়েশিয়াতে যেতে চাইবেন তারাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন রায়হান সাহেবের কর্মের ফলে। বাঙালীদের এসব কর্মের কারনেই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন “রেখেছ বাঙালি করে মানুষ করনি।“ যাইহোক এখন আমি শুধু এতটুকুই বলতে চাই যে, আমরা যারা প্রবাসে আছি আমাদেরকে অবশ্যই ঐ দেশের আইন বা ঐ দেশের সামাজিক প্রথার সাথে মিলে মিশে থাকতে হবে। তবে তাদের আইনের কারনে বা সামাজি প্রথার কারনে আমাদের যদি খুবই অসুবিধা হয় যে, আমরা সহ্য করতে পারছিনা। তাহলে আমাদেরকে তাদের বিরুদ্ধে বক্তব্য বা আন্দোলনে না গিয়ে ঐ দেশ থেকে চলে আসতে হবে এটাই ইসলামে বলে। আমরা বলি আমরা মুসলমান কিন্তু ইসলামের আইন কানুন জানিনা বা মানিনা সেজন্যেই আমাদেরকে বেকায়দা অবস্থায় পড়তে হয়। আল্লাহ্‌ আমাকে সহ সবাইকে ইসলাম জানার, বুঝার এবং সেইভাবে চলার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply
  • habib ২৬ জুলাই, ২০২০, ১২:৫৮ পিএম says : 0
    Sob somoye sob kotha bolte nai..er jonno ekhon gota bangladeshi karap hoye gelo..amra ki ekhon amader nijeder deshe nirapod achi ?
    Total Reply(0) Reply
  • Amjadhossain ৩১ জুলাই, ২০২০, ২:১৪ পিএম says : 0
    এটা আমি কোনো ভাবেই মেনে নিতে পারলামনা,একটা দেশে তুমি চাকরি করে আবার সেই দেশের বিরুদ্ধে কথাব বলবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ