Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

লাইসেন্সধারী ফুটবল কোচদের মাঝে সনদ বিতরণ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ৭:২৯ পিএম

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ‘এ’ কোচিং কনভেনশনের আওতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আসে গত বছরের জুলাইয়ে। এরপরই বাফুফের অধীনে ‘এ’ ও ‘বি’ ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মালয়েশিয়ার প্রশিক্ষণার্থীগণ এই ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে অংশ নেন। তাদের মধ্যে ‘এ’ ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে ২৪ জন এবং ‘বি’ ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে ২৩ জন উত্তীর্ণ হয়েছেন। ২৫ জুলাই কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সনদ প্রদান করেন বাফুফের সহ-সভাপতি ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সনদ গ্রহণ করে বিকেএসপি ফুটবল কোচ ইনচার্জ মো. শাহিনুল হক বলেন, ‘আমি লাইসেন্স পেয়েছি, যা আমার বড় অর্জন। বিকেএসপিতে ফুটবল প্রশিক্ষণার্থীদের মান উন্নয়নের পাশাপাশি দেশের ফুটবলকে আরো এগিয়ে নিতে চেষ্টা করব।’

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. সালাহউদ্দিন বলেন, ‘আমি বিকেএসপির সাবেক ফুটবল কোচ। এখন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে কাজ করছি। বাফুফেকে ধন্যবাদ জানাই কোর্সটি দেশে আয়োজনের জন্য। এই কোর্স দেশের বাইরে করলে অনেক অর্থ ব্যয় করতে হতো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ