Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডেসটিনির দুই কর্মকর্তাকে দেয়া দুদকের নোটিশ স্থগিত

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সম্পদের হিসাব বিবরণী চেয়ে ডেসটিনি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে দুদকের দেয়া নোটিশের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো: রহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশসহ রুল জারি করেন। রুলে দুদকের যে বিধিমালার ধারা অনুসারে এ নোটিশ দেয়া হয়েছিল, সে ধারা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। ডেসটিনির কর্মকর্তার পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি। রায়ের বিষয়ে খুরশীদ আলম খান জানান, আদালত নোটিশের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন। আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করব। গত ১৫ জুন রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ দেয় দুদক। এরপর হিসাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন তারা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক সাত দিন সময় দেয়। কিন্তু সম্পদের হিসাব না দিয়ে তারা নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ২৬ জুলাই এ রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়। পয়লা আগস্ট এ আবেদনের শুনানি শেষ হয়। দুই কর্মকর্তা ২০১২ সাল থেকে দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। স¤প্রতি হাইকোর্ট থেকে তাদের শর্ত সাপেক্ষে জামিন মিললেও এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে দুদক। ৩১ জুলাই এ আবেদনের শুনানি নিয়ে ১১ আগস্ট পর্যন্ত তাদের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেসটিনির দুই কর্মকর্তাকে দেয়া দুদকের নোটিশ স্থগিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ