গ্রেফতার হয়নি কাজের মেয়ে কিছুটা সুস্থ গৃহকত্রী
গৃহকত্রীকে নির্মম নির্যাতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানো গৃহকর্মী রেখা বারবার নিজের অবস্থান পাল্টাচ্ছে। ঘটনার পর মালিবাগেই অবস্থান করে সে। তারপর যায় ডেমরায়।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, গত ৫ বছরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফলে দ্রুত নগরায়ন ঘটেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চট্টগ্রামকে একটি আধুনিক ও উন্নত শহরে পরিণত করতে কাজ করেছি। এর সুফলও নগরবাসী পাচ্ছেন। নগরীর ৪১ ওয়ার্ডে এলইডি বাতি স্থাপনের ফলে প্রতি মাসে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। শহরের রাস্তাঘাটে আলোর পরিমাণ আগের চেয়ে অনেকগুণ বেড়েছে।
তিনি গতকাল নগরীর উত্তর খুলশী আবাসিক এলাকায় ৩.৫ কিলোমিটার সড়কে এলইডি বাতি স্থাপন কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় কাউন্সিলর মোরশেদুল আলম, জেসমিন পারভীন জেসী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কান্তি দাশ, নাছিরাবাদ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশন পরিচালিত নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার উদ্বোধন করেন মেয়র। আট কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে বাজার সংস্কার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।