Inqilab Logo

ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫ আশ্বিন ১৪২৭, ১২ সফর ১৪৪২ হিজরী

ফরিদপুরে নদী ভাঙ্গনের ঝুঁকিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়ী, যাদুঘর, শিক্ষাপ্রতিষ্ঠান

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ৫:১৭ পিএম

ফরিদপুরের মধুখালীর কামারখালীর গন্ধখালীতে মধুমতি নদী ভাঙ্গনের ফলে ঝুঁকিতে পড়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়ী, যাদুঘর, বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় হাজারো মানুষের বাড়ীঘর।

স্থানীয়দের দাবী এরই মধ্যে এ বীরের বাড়ী ও যাদু ঘরে যাওয়ার একমাত্র সড়কটির গন্ধখালী এলাকায় একশ মিটার নদীগর্ভে বিলীনহয়ে গেছে। এখনি ভাঙ্গন রোধ না করা হলে বিলীন হয়ে যাবে বীরের বাড়ী, স্মৃতিযাদু ঘর সহ বীরের গ্রাম সালামতপুর ও বীরের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসহ শত শত বাড়ী ঘর।
নদীভাঙ্গন রোধের দাবীতে স্থানীয় কয়েকশ এলাকাবাসী মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। তারা দাবী করেন, নির্মানাধীন মধুখালী-মাগুরা রেলপথের মধুমতি নদীতে প্রস্তাবিত সেতুগন্ধখালী এলাকায় নদী শাসন করে স্থাপন করা হলে বাঁচবে খরচ ও এলাকাবাসী রক্ষা পাবে ভাঙ্গণ থেকে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নদী ভাঙ্গন

২৪ সেপ্টেম্বর, ২০১৮
২২ জুলাই, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ