Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাবান্ধা স্থলবন্দর ঈদ উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ৬:৩৯ পিএম

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা ছয়দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর। আগামী ৫ আগষ্ট বুধবার থেকে আবারও আমদানি রপ্তানি শুরু করা হবে চতুর্দেশীয় এই স্থলবন্দরে। পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্থলবন্দর সূত্র জানায়, করোনা সংকটের মধ্যে স্বাস্থবিধি মেনে বর্তমানে এই বন্দর দিয়ে সীমিত পরিসরে ভারত থেকে পাথরসহ বিভিন্ন পন্য আমদানি করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল এক্সপোর্টার এসোসিয়েশন, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড, ইজারাদার প্রতিষ্ঠান এটিআই লিমিটেড, সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি-রফতানিকারক এসোসিয়েশন ও শ্রমিক সংগঠনগুলোর যৌথ মতামতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানি এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, দেশের অর্থনীতিতে এশটি স্থলবন্দরের ভূমিকা উল্লেখযোগ্য। এজন্য করোনা সংকটেও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই স্থলবন্দরের কার্যক্রম চালু আছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বৃহষ্পতিবার থেকে ছয়দিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ রাখার সীদ্ধান্ত গ্রহন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমদানি রপ্তানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ