টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমদ দুদকের মামলায় কারাগারে

দুদকের মামলায় কারাগারে গেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমদ। অবৈধ সম্পদ
রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজলি বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মধুপুর ইউপির আউলিয়াগঞ্জ উত্তর বাওচন্ডি মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মনারুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসি সূত্রে জানা যায়, গৃহবধূ কাজলি বেগম ঘরের বৈদ্যুতিক সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাকলাইন আরেফিন জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।