কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে নির্মাণ করা স্থাপনা ভেঙ্গে দিল ইউনিয়ন ভূমি কর্মকর্তা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি জায়গা দখল করে নির্মাণ করা স্থাপনা ভেঙ্গে দিয়েছে হিরন ইউনিয়ন ভুমি কর্মকর্তারা। আজ
পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা গ্রামে বসত ঘরে গৃহকর্তা অটো চালক মোঃ আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকু মনি (২৫) ও তাদের দেড় বছরের শিশু সন্তান আশফিয়া ইসলামের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আয়নাল হক ওই ঘরে ভাড়া থাকত। সে একই গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে।
ঘরের উত্তর পাশে সিঁদ কাটা দেখা গেছে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে বলে ধারনা করা হচ্ছে।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি (তদন্ত) আঃ হক জানান, ওই ঘরটি লক করে রাখা হয়েছে। বরিশাল থেকে আমাদের ক্রাইম টিম (পিবিআই) আসতেছে। তারা আসলে তাদের সহযোগিতা নিয়ে লাশ উদ্ধার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।