টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমদ দুদকের মামলায় কারাগারে

দুদকের মামলায় কারাগারে গেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমদ। অবৈধ সম্পদ
ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তাড়ে জড়িয়ে আবুল কালাম মাঝি (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মুন্সিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মুন্সিরাবাদ বাজার সংলগ্ন এলাকায় মামুন হাওলাদারের একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তাড়ে জড়িয়ে গুরুতর আহত হয় নির্মাণ শ্রমিক আবুল কালাম মাঝি। স্থানীয়রা তাকে ঝুলন্ত তাড় থেকে নামিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য শামীম আজাদ বলেন, বরিশাল থেকে তাঁর মৃতদেহ গ্রামের বাড়ি উত্তর তালগাছিয়ায় নিয়ে দাফন করা হবে। নিহত কালাম উত্তর তালগাছিয়া গ্রামের মোহাম্মদ আলী মাঝির ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।