Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা পরিস্থিতিতে সর্তকতার মধ্যে সিলেটে ঈদুল আযহার নামাজ অনুষ্টিত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২০, ১১:৫৫ এএম

করোনা পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব রেখেই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন সিলেটের ধর্মপ্রাণ মানুষ। নগরীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে শনিবার। সকাল ৮টায় ঈদুল আযহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে। মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা আসজাদ আহমদ ইমামতি করেন জামাতে। একই সময় কুদরত উল্লাহ জামে মসজিদেও জামাত অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন মসজিদে সকালে ভিন্ন ভিন্ন সময়ে আদায় করা হয় ঈদ জামাত । এছাড়া হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে সকাল ৮টায়, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জামাত গুলোতে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। অন্যদিকে বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠিত হয়েছে ঈদের একাধিক জামাত। ঈদের খুতবা ও জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা ও মহামারি করোনা থেকে মুক্তি লাভের জন্য সাহায্য প্রার্থনা করা হয়ে মহান আল্লাহর দরবারে। এদিকে, নামাজ আদায়কালে অনেককেই মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখা গেছে। নামাজ শেষে অন্যান্যবারের মতো কোলাকুলি, করমর্দনে সর্তক ও বিরত ছিলেন বেশিরভাগ মুসল্লী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ