মার্কিন প্রেসিডেন্টের প্রথম ১০০ দিন কেন গুরুত্বপূর্ণ

নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরে প্রথম ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন
আবার রক্তাক্ত হলো আফগানিস্তান। এবার কারাগারে ভয়াবহ হামলার ঘকটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, আফগানিস্তানের জালালাবাদের পূর্বাঞ্চলের একটি শহরের কারাগারে ভয়াবহ হামলা চালিয়ে ‘অসংখ্য’ বন্দিকে পালানোর সুযোগ করে দিয়েছে আইএস। রয়টার্স জানিয়েছে, রবিবার সন্ধ্যায় শুরু হওয়া এই হামলা রাতভর চলেছে। এখন পর্যন্ত ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে।
জঙ্গিরা একটি গাড়িতে বিস্ফোরক নিয়ে প্রবেশ পথে হামলা চালায়। ৩০ জনের একটি দল এরপর নিরাপত্তারক্ষীদের ওপর গুলি করতে থাকে।
নাঙ্গার প্রদেশের আইনপ্রণেতা সোহরাব কাদেরী জানিয়েছেন, ওই কারাগারে প্রায় ২ হাজার বন্দি ছিল, যাদের মধ্যে সাধারণ অপরাধীদের পাশাপাশি আইএস এবং তালেবান যোদ্ধারাও আছে।
বন্ধুকযুদ্ধে তিনজন জঙ্গিকে হত্যা করা হয়েছে। বাকি ২১ জনের ভেতর সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের সদস্যরা রয়েছেন। আহত হয়েছেন ৪৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।