ওয়াশিংটনের ভার্জিনিয়া সীমান্তে অস্ত্রশস্ত্রসহ আটক হলো এক যুবক

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তায় নেমেছে দেশটির ন্যাশনাল
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহারের জন্য সংলাপের অংশ হিসেবে মার্কিন যুক্তরাস্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তালিবানদের শীর্ষ আলোচক মোল্লা বারাদার আখুন্দের সঙ্গে আলাপ আলোচনা করেন।
তাদের আলোচনার অন্যতম মুখ বিষয় ছিল, শান্তি উদ্ধোগ শুরু করার সবচাইতে বড় শর্ত, তালিবান বন্দিদের মুক্তির বিষয়টি নিয়ে । তালিবানদের দাবি, শান্তি আলোচনার পূর্ব শর্ত হিসাবে সকল তালিবান বন্দিদের মুক্তি দিতে হবে।
আফগান সরকার ৪৬০০জন বন্দিদের মুক্তি দিয়েছে, মাত্র ৪০০ বন্দি, যাদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ থাকায়, আফগান সরকার,তাদের মুক্তি দিতে অস্বীকৃতি জানায় ।
বন্দি বিনিময়ের শর্ত হিসাবে, তালিবাদেরও ১০০০ আফগান সেনাদের মুক্তি দিতে হবে ।
অন্য এক খবরে জানা যায়, জালালাবাদ শহরে একটি মসজিদে, আইসিস জঙ্গিরা হামলা চালালে ৩ জনের মৃত্যু হয় এবং প্রায় ৫০জন কারাবন্দি পালিয়ে যেতে সমর্থ হয় । ভয়েস অফ আমেরিকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।