টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমদ দুদকের মামলায় কারাগারে

দুদকের মামলায় কারাগারে গেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাফর আহমদ। অবৈধ সম্পদ
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর জিপ গাড়ি চালক মো. মাহাবুব আলম দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজ সকালে নিহত হয়েছেন। তিনি বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মাহাফুজুর রহমানের গাড়ি চালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন- বিএমডিএর কর্মচারী লীগের সভাপতি মেজবাউল হক।
তিনি জানান, সকালে নঁওগায় দুটি মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে রামেক হাসপাতালের মর্গে মাহাবুব আলমের লাশ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।