Inqilab Logo

ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭, ১১ রবিউস সানি ১৪৪২ হিজরী
শিরোনাম

মানিকগঞ্জে নৌকাডুবিতে ৩ ভাই বোনের মৃত্যু: নিখোঁজ ২ শিশু

সাটুরিয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৩:৪৭ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক‌মিরপুর ইউনিয়‌নের চরমাস্তল চরপাড়া এলাকায় নৌকা ডুবির ঘটনায় ৩ ভাই বোনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরো ২ শিশু নিখোঁজ রয়েছে ব‌লে জানা গে‌ছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন হনুফা (৩০) তার বোন রোকসানা (২৮) ও ভাই রিয়াজুল (১৬)।
জানা গে‌ছে, উপ‌জেলার চক‌মিরপুর ইউনিয়‌নের চরমাস্তল চরপাড়া বিলে মঙ্গলবার দুপু‌রে ঝড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। এ সময় পা‌নি‌তে ডু‌বে হনুফা, তার বোন রোকসানা ও ভাই রিয়াজুল মারা যায়। হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হক জীবিত উদ্ধার হয়। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।
স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন জানায়, নিহতদের বাড়ি উপজেলার জিয়নপুর গ্রামের আবুডাঙ্গা গ্রামে। তারা চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়। নৌকার মাঝি মনির হনুফার বোনের ছেলে। তারা মনিরদের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ