Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অস্ত্র মামলায় রিমান্ড শেষে সাতক্ষীরা আদালতে সাহেদ করিম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ১:১৮ পিএম

অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড শেষে করোনা কেলেঙ্কারিতে আলোচিত প্রতারক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে সাতক্ষীরা আদালতে হাজির করেছে র‌্যাব।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার রায়ের আদালতে হাজির করা হয়।

এ সময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাতক্ষীরা কোর্টের পুলিশ পরিদর্শক অমল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্পের এসআই রেজাউল করিমের আবেদনের প্রেক্ষিতে দেবহাটা থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় আলোচিত প্রতারক সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

১৫ জুলাই বুধবার ভোর ৫টা ১০ মিনিটে করোনা টেস্ট প্রতারণা ও জালিয়াতি মামলার আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে বোরকা পরিহিত অবস্থায় একটি অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত

২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ