রাউজানে স্কুল মাঠে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ

চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত পরিচয়ের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারী) দুপুরে
রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় বগুড়ায় ৩ জন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪০৭ জন।
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩৯ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৮৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৮ হাজার ১৫০ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক জানান,
ডা: জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৮১ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৬ জন, নওগাঁয় ১ জন, জয়পুরহাট ২ জন, বগুড়ায় ৫১ জন ও সিরাজগঞ্জে ১৮ জন।
তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ৪৯ জন। এছাড়াও রাজশাহী জেলায় ৩ হাজার ৪১৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫১৬ জন, নওগাঁয় ৯৬০ জন, নাটোরে ৫৪৪ জন, জয়পুরহাটে ৭৮২ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৫১৯ জন ও পাবনায় ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ১৮৭ জন। এর মধ্যে রাজশাহীতে ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ৪ জন, বগুড়ায় ১১২ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮ হাজার ১৫০ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৬৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৩৮ জন, নওগাঁয় ৮২২ জন, নাটোরে ২৫২ জন, জয়পুরহাট ২০৯ জন, বগুড়ায় ৩ হাজার ৭৭২ জন, সিরাজগঞ্জ ৫৬৬ জন ও পাবনায় ৬১৭ জন। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।