Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাশিয়া ও আসাদের প্রতি যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

হামলা চলতে থাকলে সিরিয়ায় পরিবর্তন শুরু হতে পারে : কেরি
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় হামলা চালানো থেকে বিরত থাকতে রাশিয়া ও সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এভাবে হামলা চলতে থাকলে সিরিয়ায় রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন শুরু হতে পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ বার্তা সংস্থা। জন কেরি বলেন, রাশিয়া নিজেকে এবং আসাদ সরকারকে হামলা থেকে বিরত রাখতে পারে। কারণ বিরোধী পক্ষ পাল্টা হামলায় নিজেদের নিয়োজিত রাখছে। অথচ এধরনের হামলায় অংশ নেয়া থেকে বিরোধী পক্ষকে দূরে রাখা আমাদের দায়িত্ব। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের একটি কাঠামো প্রশ্নে সম্মত হতে গত সোমবার সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বৈঠকের জন্যে যে তারিখ নির্ধারণ করা হয়েছিল সরকারি হামলার কারণে যুদ্ধরত গ্রুপগুলো সে আলোচনা থেকে দূরে থেকেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধরত পক্ষগুলো বৈঠকে বসতে সক্ষম এবং দ্রুত আলোচনা শুরু করবে। এমন পরিস্থিতিতেই কথা বলার দিনক্ষণ ঠিক করা হয়েছিল। কিন্তু আসাদ সরকারের অব্যাহত হামলার কারণে জেনেভায় বিরোধী পক্ষের বৈঠকে বসা অসম্ভব হয়ে পড়েছে। মূলত হামলা বন্ধ না করলে আলোচনা সম্ভব নয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহর অবরোধ করে রেখেছে। দেশটিতে ২০১১ সালে সংঘর্ষ শুরুর পর এ শহরটি যুদ্ধের মূল কেন্দ্র হিসেবে রয়েছে। অপর এক খবরে বলা হয়, সিরিয়ার একটি শহরে ক্লোরিন গ্যাস হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলের একটি শহরে হেলিকপ্টার থেকে ব্যারেল ভর্তি ক্লোরিন গ্যাস ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ডাক্তার ও উদ্ধারকর্মীরা। খবরে বলা হয়, কমপক্ষে ৩০ জন এই হামলার শিকার হয়েছেন। ইদলিব প্রদেশের শারাকিব অঞ্চলে চালানো এই হামলায় জড়িতদের পরিচয় জানা যায়নি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া ও আসাদের প্রতি যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ