ফুলবাড়ীয়ায় সাংবাদিক শামসুল আলম খানের ভাতিজা শাকির খান কাউন্সিলর নির্বাচিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শাকির আহম্মেদ খান(৩০)। তিনি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে নিলয় চন্দ্র নামের (৭) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু নিলয় চন্দ্র ওই গ্রামের মিলন চন্দ্রের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকালে বাড়ীর উঠানে খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে গিয়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।