Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কের উড়োজাহাজ রেস্টুরেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ১২:০৩ এএম

১.৪ মিলিয়ন ডলার ব্যয়ে তুরস্কে নির্মিত হয়েছে একটি উড়োজাহাজ রেস্টুরেন্ট। মঙ্গলবার একজন রিয়েল এস্টেট এজেন্ট হুসাইনিয়া ক্যালিস্ক্যান সিনহুয়াকে এ তথ্য জানান। হুসাইনিয়া ক্যালিস্ক্যান আরো বলেন, এ৩৪০ উড়োজাহাজটি তুরস্কের জাতীয় পতাকাবাহী একটি উড়োজাহাজ ছিলো। ২০১৬ সালে উড়োজাহাজটি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তখন উড়োজাহাজটিকে আট টুকরো করে একটি রেস্টুরেন্টে রূপান্তর করা হয়। ক্যালিস্ক্যান বলেন, উড়োজাহাজের অংশগুলোর বোরহানিয়া জেলার উত্তর পশ্চিম প্রদেশের বালিখেসারে কমপক্ষে ৭টি বড় ট্রাকে করে নেয়া হয়। উড়োজাহাজকে রেস্টুরেন্টে পরিণত করার পর ২৮০ জন সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই রেস্টুরেন্টে এখন বিয়ের অনুষ্ঠানসহ অনেক পার্টি ও ডিনারের আয়োজন করা হয়। ক্যালিস্ক্যান আরো বলেন, একজন তুর্কি উদ্যোক্তা ১.৫ মিলিয়ন ডলার ব্যয় করে রেস্টুরেন্টটি নির্মাণ করেছিলেন। কিন্তু তার শারীরিক সমস্যার কারণে এখন তিনি এই রেস্টুরেন্টটি বিক্রি করে দিচ্ছেন। সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ