Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১, ১২ মাঘ ১৪২৭, ১২ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

আর্সেনালে ছাঁটাইয়ের হিড়িক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ৯:১৬ পিএম

কোভিড-১৯ মহামারীর প্রভাবে হওয়া আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ৫৫ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি গতপরশু এক বিবৃতিতে জানায়, আয় কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

খরচ কমাতে দলটি এর আগে খেলোয়াড়, সিনিয়র স্টাফ ও নির্বাহী সদস্যদের বেতন কেটেছিল। তবে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির ধাক্কা কাটিয়ে উঠতে না পারায় এবং ভবিষ্যতের ভাবনায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা, বলা হয়েছে বিবৃতিতে।

এফএ কাপ জিতে আর্সেনাল আগামী মৌসুমে ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে এলো এই ঘোষণা। ইউরোপা লিগ থেকে ৪ কোটি পাউন্ড আয় করার সম্ভাবনা আছে দলটির। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন