দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জিডিপি কেবল বাড়ছে : জাতিসংঘ

কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। এর মধ্যে ২০২০ সালে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর
কাশিমপুর কারাগার থেকে এক কয়েদি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা থেকেই সেই কয়েদিকে কারাগারের লকআপে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েদির নাম আবু বকর সিদ্দিক।
কারাসূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে অনেক খোজাঁখুজি করেও রাত সাড়ে ১২টা পর্যন্ত তাকে কারাগারের ভেতরে কোথাও খুজেঁ পাওয়া যায়নি। তিনি কাশিমপুর-২ কারাগারের কয়েদি।
নিখোঁজ ওই কয়েদি যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত। আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।
কারাগারের এক কর্মকর্তা জানান, আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।