Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কৈশোরেই ভয়ঙ্কর অপরাধ

বন্ধুকে খুনের পর জানাজা-দাফনে অংশগ্রহণ

রফিকুল ইসলাম সেলিম | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

একাই বন্ধুকে খুনের পর লাশ গুম। গলিত লাশ উদ্ধারের পর কান্নায় বুক ভাসানো। সেই সাথে জানাজা ও দাফনে অংশগ্রহণ। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছে কিশোর খুনি। পুলিশের জিজ্ঞাসাবাদে হাসানুল করিম হাসান অপকটে খুনের দায় স্বীকার করে। ঠাÐা মাথার ভয়ঙ্কর এ কিশোর অপরাধী আদালতে স্কুলছাত্র মো. রাসেল খুনের দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। যে ছুরি দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয় সে ছুরিটি রাসেলকে সাথে নিয়েই নিউমার্কেট থেকে কিনে হাসান।
আলোচিত এই স্কুলছাত্র হত্যা মামলার তদন্ত তদারকিতে থাকা নগর পুলিশের কর্মকর্তারা বলছেন নৃশংস খুনের পরও টানা সাত দিন ওই কিশোর ছিলো স্বাভাবিক। তার মধ্যে কোন অপরাধবোধ দেখা যায়নি। পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার পরও তার মধ্যে কোন অনুশোচনা ছিলো না। নির্মম খুনের বর্ণনা দিয়েছে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ওই কিশোর। এই ঘটনায় বিস্ময়ে হতবাক নিহতের পরিবার, প্রতিবেশি ও খুনি কিশোরের পরিবারের সদস্যরা। গত ৩ আগস্ট রাতে নগরীর খুলশী থানার জালালাবাদ হাসেম কোম্পানির পাহাড় থেকে রাসেলের লাশ উদ্ধার হয়। ছুরির আঘাতে জর্জরিত লাশটি গলে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণি ছাত্র রাসেল ওই এলাকার হুমায়ুন কবিরের ছেলে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়।
থানার ওসি প্রবন চৌধুরী বলেন, তদন্তের এক পর্যায়ে রাসেলের বন্ধু হাসানকে সন্দেহ হলে পুলিশ গত বৃহস্পতিবার তাকে আটক করে থানায় নিয়ে আসে। হাসান জালালাবাদ হাউজিং সোসাইটির মৃত জয়নাল আবেদীনের ছেলে। তার জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, রাসেল বয়সে ছোট হলেও তারা একসাথে চলাফেরা করত।
ইতোপূর্বে বিভিন্ন বিষয় নিয়ে রাসেলের সাথে তার মারামারি হয়। আড্ডা, খেলাধুলায় সব বন্ধুদের মধ্যে রাসেল কর্তৃত্ব করতে চাইত। এসব হাসানের পছন্দ হতো না। কিছুদিন আগে রাসেল হাসানের মাকে গালি গালাজ করে। এতে হাসানের প্রচÐ অপমান বোধ হয়। হাসান ওইদিনই সিদ্ধান্ত নেয় রাসেলকে সে মেরে ফেলবে। বিষয়টি সে খুনের চার দিন আগে অপর বন্ধু রাহাতকে জানায়। তবে রাহাত তার কথা বিশ্বাস করেনি।
গত ৩১ জুলাই বিকেলে হাসান রাসেলকে নিয়ে নিউমার্কেটে যায়। সেখান থেকে স্টিলের একটি ছোরা কিনে হাসান। রাসেল জানতে চায়, ছোরা দিয়ে কি হবে। হাসানের জবাব, সামনে কোরবানি ঈদ, কাজে লাগবে। নিউমার্কেট থেকে এসে রাসেলসহ জালালাবাদ হাউজিং সোসাইটিতে কিছুক্ষণ কথাবার্তা বলে। সন্ধ্যা হলে হাসান রাসেলকে হাসেম কর্পোরেশনের পাহাড়ে আসতে বলে।
কারণ জিজ্ঞাসা করলে হাসান বলে ওই পাহাড়ের টাওয়ারের নিচে চার হাজার টাকা লুকিয়ে রেখেছে সে। হাসান কিছুক্ষণ টাকা খোঁজাখুঁজি করে একটি প্যাকেট রাসেলকে দেখিয়ে তা তুলতে বলে। রাসেল প্যাকেটটি তোলার সময় মাথা নিচু করতেই হাসান সামনের দিক থেকে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে। রাসেল চিৎকার করলে হাসান তার মুখ চেপে ধরে টাওয়ারের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। পরে তাকে আরো কয়েকবার ছুরির আঘাতে জর্জরিত করে। মৃত্যু নিশ্চিত হলে হাসান পাহাড় থেকে দ্রæত নেমে আসে। ঈদের পর দিন বন্ধু রাহাতের সাথে হাসানের দেখা হয়। হাসান রাহাতকে রাসেলের খুনের ব্যাপারে সবকিছু খুলে বলে। পুলিশ রাহাতকে এই মামলার সাক্ষী করেছে। গ্রেফতারের পর হাসানের বাসা থেকে রক্ত মাখা পোশাক ও ছোরাটি উদ্ধার করা হয়।

 

 



 

Show all comments
  • বিধান ৮ আগস্ট, ২০২০, ৪:১৪ এএম says : 0
    কৈশোর বয়সের এই ছেলেগুলো আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠছে
    Total Reply(0) Reply
  • রাসেল ৮ আগস্ট, ২০২০, ৪:১৫ এএম says : 0
    প্রশাসন কঠোর হলে এদেরকে দমন করা সম্ভব
    Total Reply(0) Reply
  • লিমন ৮ আগস্ট, ২০২০, ৪:১৬ এএম says : 0
    এদের এই খারাপ পথে আসার জন্য এদের অভিভাবকদের দায় তারা এড়াতে পারবে না
    Total Reply(0) Reply
  • হাবিব ৮ আগস্ট, ২০২০, ৪:১৬ এএম says : 0
    বিশেষ এই প্রতিবেদনটি তৈরি করা রিপোর্টার কে অসংখ্য ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ৮ আগস্ট, ২০২০, ৪:১৭ এএম says : 0
    সারাদেশে এদের মাধ্যমে ছোট ছোট গ্যাং তৈরি হয়
    Total Reply(0) Reply
  • Kader sheikh ৮ আগস্ট, ২০২০, ৯:৪১ এএম says : 0
    Movie, cinema dekhe era kharap hoyese. Puro society aj dhongser pothe.
    Total Reply(0) Reply
  • Habib ৮ আগস্ট, ২০২০, ৯:৪২ এএম says : 0
    Ajke deshe Ain er shashon na thakai ei crime gulo bondho hosse na.
    Total Reply(0) Reply
  • আজিজ ৮ আগস্ট, ২০২০, ১১:৫৯ এএম says : 0
    বিষয়টি আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য খুবই উদ্বেগের
    Total Reply(0) Reply
  • মারজানা ৮ আগস্ট, ২০২০, ১২:০০ পিএম says : 0
    এই অপরাধ প্রবণতা থেকে সন্তানদেরকে ফেরাতে হলে ছোটবেলা থেকে শিশুদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।
    Total Reply(0) Reply
  • Titu Meer ৮ আগস্ট, ২০২০, ১২:০৪ পিএম says : 0
    এরাই এক সময় বড় সন্ত্রাসিতে পরিণত হবে ৷ এখনই সময় আইন পাস করে এসব কিশোর অপরাধের কঠিন শাস্তির ব্যবস্থা করা ৷ নতুবা সামনে ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে ৷
    Total Reply(0) Reply
  • নওরিন ৮ আগস্ট, ২০২০, ১২:০৭ পিএম says : 0
    নৃশংস খুনের পরও টানা সাত দিন ওই কিশোর ছিলো স্বাভাবিক। তার মধ্যে কোন অপরাধবোধ দেখা যায়নি। পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার পরও তার মধ্যে কোন অনুশোচনা ছিলো না। ---- বিষয়টি খুব আশ্চার্যজনক
    Total Reply(0) Reply
  • জাহিদ ৮ আগস্ট, ২০২০, ১২:১০ পিএম says : 0
    এখনই এই অবস্থা ! এরা বড় হয়ে যে কি করবে তা আল্লাহই ভালো জানেন
    Total Reply(0) Reply
  • robiul islam ৮ আগস্ট, ২০২০, ১২:৩৫ পিএম says : 0
    কিশোরদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করলে এ অবস্থা হতো না।
    Total Reply(0) Reply
  • robiul islam ৮ আগস্ট, ২০২০, ১২:৩৬ পিএম says : 0
    শিশুদের সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কেরলে এ পরিস্থিতি এড়ানো যেতো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপরাধ

২০ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৪ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ