Inqilab Logo

ঢাকা রোববার, ১৭ জানুয়ারি ২০২১, ০৩ মাঘ ১৪২৭, ০২ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ১১:০৫ এএম

করোনা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রখ্যাত অভিনয়শিল্পী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। গত ১৪ জুলাই ফেরদৌসী মজুমদারের করোনা উপসর্গ দেখা দেয়। ১৮ জুলাই টেস্ট করা হলে তার রেজাল্ট পজিটিভ আসে। এক সপ্তাহ পর রামেন্দু মজুমদরেরও করানোর পজিটিভ রেজাল্ট আসে। তবে তারা দুজনই সুস্থ আছেন। রামেন্দু মজুমদার জানিয়েছেন, ফেরদৌসীর তিন সপ্তাহের বেশি হয়েছে, আমার দুই সপ্তাহ হয়েছে। এখন করোনার উপসর্গ দেখা যাচ্ছে না। আমরা দুজনই সুস্থ আছি। স্বাভাবিক খাবার খাচ্ছি, ফেরদৌসী নিজেই রান্না করছে। আমিও ঘরে আছি, সবকিছুই স্বাভাবিক আছে। দু-তিন দিনের মধ্যে আবার টেস্ট করাব। আশা করছি, এবার করোনা নেগেটিভ আসবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ