Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কেরালার বিমান দুর্ঘটনায় বলিউড তারকাদের শোক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ১:৩৬ পিএম | আপডেট : ১:৪৯ পিএম, ৮ আগস্ট, ২০২০
কেরালার কোঝিকোড আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। শুক্রবার (৭ আগস্ট) রাতের এই দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯২ জন যাত্রী। যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
 
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ বিমানে মোট ১৯০ জন যাত্রী ছিলেন। বিমানটি দুবাই থেকে কেরালায় ফিরছিলো। ভারী বর্ষণের কারণে কোঝিকোড বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রানওয়ে অতিক্রম করে সামনের উপতক্যায় পড়ে ভেঙ্গে দুই টুকরো হয়ে যায়।
 
ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে বলিউডের প্রথম সারির তারকা। শাহরুখ খান থেকে সানি দেওল, আনুশকা শর্মা, বরুণ ধাওয়ান, রনদীপ হুদা, এশা গুপ্তা, দীশা পাটানি ও সংগীতশিল্পী সেলিম মার্চেন্ট সহ অসংখ্য তারকারা সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা জানাচ্ছেন।
 
কেরালার বিমান দুর্ঘটনায় শোকার্ত বলিউড বাদশা শাহরুখ খান নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, 'এয়ার ইন্ডিয়ার যাত্রী এবং ক্রুদের হতাহতের খবরে আমার হৃদয় ভেঙ্গে গেছে। এই দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি শোকাহত, চিন্তিত এবং তাদের জন্য প্রার্থনা করি।'
 
আনুশকা শর্মাও শোক প্রকাশ করে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, 'মাত্রই খবরটি পড়লাম। কোঝিকোডের ঘটনায় হারিয়ে যাওয়া এবং আহতের খবর পড়ে আমি মর্মাহত। আমি গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের প্রতি প্রার্থনা।'
 
বরুণ ধাওয়ান লিখেছেন, 'প্রার্থনা এবং সমবেদনা জানাই, যারা এই দুর্ঘটনায় আপনজনদের হারিয়েছেন। প্রার্থনা করি খুব শিগগিরই এই শোক কেটে উঠুন।'
 
সানি দেওল লেখেন, 'কেরালার বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। বিমানের সমস্ত যাত্রী ও ক্রুদের সুরক্ষার জন্য প্রার্থনা করছি।'


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ