বোয়ালমারী পৌর নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী লিপন বিজয়ী

ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংবাদিক সেলিম রেজা
রাজশাহী জেলার পুঠিয়ায় সাঈদ ইসলাম সানি (৩০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর তার লাশ কলা বাগানের ভেতরে ফেলে গেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে উপজেলার বিড়ালদহ বিহারিপাড়া এলাকায় মোশারফের কলা বাগানে সানির লাশ রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। নিহত সানির বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের থান্দারপাড়া গ্রামে।
পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) হাসমত আলী জানান, নিহত যুবকের বাড়ি পুঠিয়া থানা এলাকার মধ্যে হলেও লাশ পাওয়া গেছে চারঘাট থানার সীমানার মধ্যে। তাই চারঘাট থানাকেও খবর দেয়া হয়েছে। চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গে কথা বলে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।