Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ০৫ মাঘ ১৪২৭, ০৫ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

নেছারাবাদে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ৩:৪৩ পিএম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার কামারকাঠি গ্রামের ৩নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

শিশু দুটির একজনের নাম মো. সাইমুুন (৫)। সে গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে এবং মুন্নি একই গ্রামের রুহুল আমীন এর মেয়ে।

ওই গ্রামের দফাদার ফজলু মিয়া জানান, শিশু মুন্নি ও সাইমুন একই ওয়ার্ডের কাছাকাছি বাড়ী। দুপুরে খেলার ছলে বাড়ীর সামনে খালের মধ্য পানিতে পড়ে মারা গেছে।

প্রতিবেশি মো: জিয়া আহম্মেদ জানান, শনিবার দুপুরের দিকে শিশু মুন্নির পিতা রুহুল আমীন ও তিনি(জিয়া) বাড়ীর সামনে দোকানে বসা ছিলেন। পরে রুহুল আমীন বাড়ী গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে খোজাখুজি করেন। এমনসময়, অপর একটি শিশু জানায় মুন্নি ও সাইমুনকে সে কামারকাঠি গার্লস স্কুলের খালে দেখেছে। খবর শুনে স্থানীয় সবাই মিলে ওই খালে তল্লাসি চালালে অজ্ঞান অবস্থায় খালের মধ্য শিশু দু'টিকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইমরান হোসেন মনজু জানান, তাদেরকে হাসপাতালে মৃত নিয়ে আসা হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ